আ হ জুবেদঃ কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ বাড়ানো হবে না।
পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী সাধারণ ক্ষমার সময়সীমা পহেলা এপ্রিল থেকে ৩০শে এপ্রিল পর্যন্ত ছিল ।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, কুয়েতে ১৬০,০০০ (এক লক্ষ ষাট হাজার) অবৈধ অভিবাসীদের মধ্যে এবার ২০২০ এর সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছেন ২৫,০০০ (পঁচিশ হাজার) অবৈধ অভিবাসীরা।
অর্থাৎ এখন পর্যন্ত ১৩৫,০০০(এক লক্ষ পঁয়ত্রিশ) হাজার অবৈধ অভিবাসীরা সাধারণ ক্ষমার সুযোগ নেওয়া থেকে বিরত রয়েছেন।
উল্লেখ্য, কুয়েতে প্রায় ১৫ থেকে ১৭ হাজার অবৈধ অভিবাসী বাংলাদেশীদের মধ্যে ২০১৮ সালের সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছিলেন ৮ হাজার বাংলাদেশী।
এবার ২০২০ সালের সাধারণ ক্ষমায় এ পর্যন্ত প্রায় সাড়ে ৪ হাজার অবৈধ অভিবাসী বাংলাদেশীরা সাধারণ ক্ষমার আবেদন করেছেন।
এদের মধ্যে প্রায় ২৫০ জন বাংলাদেশী কুয়েত সরকারের সার্বিক সহযোগিতায় নিজ দেশে ফিরেছেন।