স্টাফ রিপোর্টারঃ কুয়েতে অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার।আগামী ২৯শে জানুয়ারি থেকে ২২শে ফেব্রুয়ারি ২০১৮ইং এর মধ্যে অবৈধ অভিবাসীদের কুয়েত ত্যাগের নির্দেশ দিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মধ্যপ্রাচ্যের কুয়েতে প্রায় তিন লক্ষ প্রবাসী বাংলাদেশীরা কর্মরত, এদের মধ্যে প্রায় ২৫ হাজার প্রবাসী বাংলাদেশীরা বিভিন্ন কারণে অবৈধ হয়ে পড়েন।
গতকাল (মঙ্গলবার) কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা জারি করেছে। এর ফলে দেশটিতে অবস্থানরত অবৈধভাবে বসবাসরত হাজার হাজার বাংলাদেশির মাঝে স্বস্তি ফিরে এসেছে। যারা দেশে ফিরে যেতে চায় অনেকদিন ধরে অবৈধ হওয়ার কারণে যেতে পারছিল না- এটা তাদের জন্য বিনা জরিমানায় দেশে ফেরার এক সুবর্ণ সুযোগ।
কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের তথ্য মোতাবেক কুয়েতে প্রায় ২৫ হাজার বাংলাদেশী বিভিন্ন কারণে অবৈধ হয়ে পড়েছেন, কিন্তু নির্দিষ্ট কিছু নিয়ম শৃঙ্খলার কারণে তাঁরা দেশে ফিরতে পারছিলেন না।
এমতাবস্থায় কুয়েত সরকার কর্তৃক সাধারণ ক্ষমা ঘোষণা, প্রবাসীদের জন্য দেশে ফিরে পুনরায় বৈধভাবে কুয়েত আসার সুযোগ তৈরি করে দিয়েছে। আর এই সুযোগকে অনেকেই কাজে লাগাতে চান।
এদিকে অবৈধ শ্রমিকদের লক্ষ্য করে বৈধভাবে কর্মরত শ্রমিকদের আহ্বান, সাধারণ ক্ষমার এই নির্দিষ্ট সময়ের মধ্যেই যেনো তাঁরা কুয়েত ত্যাগ করেন।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস,এম,আবুল কালাম অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা, কুয়েত সরকারের গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্তের কথা উল্লেখ করে বলেন, কুয়েত প্রবাসী অবৈধ বাংলাদেশীদের জন্য এটি একটি ভালো সুযোগ, অবৈধ প্রবাসীরা জরিমানা দিয়ে আকামা লাগাতে পারবেন, আবার বিনা জরিমানায় দেশেও যেতে পারবেন।
কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) আবদুল লতিফ খান বলেন, আমরা গত রাতই এই সাধারণ ক্ষমা সম্পর্কে বিচ্ছিন্নভাবে শুনছিলাম, তবে আজ এদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে বিষয়টি মৌখিকভাবে নিশ্চিত করা হয়েছে।
অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা এর ঘোষণা ২০১৬ সালে সর্বশেষ দিয়েছিল কুয়েত সরকার।তবে অজ্ঞাত কারণে সেসময় সেই ঘোষণাটি কার্যকর হয়নি ।
কিন্তু ২০১১ সালে অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণায় প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা দেশে গিয়েছিলেন, তাঁদের মধ্যে অনেক প্রবাসীই এখন বৈধভাবে কুয়েতে কর্মরত।
এবার কুয়েত ত্যাগের নিষেধাজ্ঞা রয়েছে কালো তালিকাভুক্ত অপরাধী ছাড়া যে সকল প্রবাসীর ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তারা প্রতিদিনের জন্য ২ দিনার জরিমানা দিয়ে আকামা নবায়ন করতে পারবেন। পাশাপাশি অবৈধ অভিবাসীরা বিনা জরিমানায় কুয়েত ত্যাগ করতে পারবেন।