আ হ জুবেদঃ কুয়েতের বাইরে আটকে পড়া প্রবাসী শিক্ষকদের আকামা নবায়ন করা থেকে বিরত থাকার কথা জানিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমসের অনলাইন সংস্করণে আরো উল্লেখ করা হয় যে, করোনা পরিস্থিতিতে সৃষ্ট নানা জটিলতার কারণেই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
তবে বিকল্প পন্থায় প্রবাসী শিক্ষকদের ফিরিয়ে নিয়ে আসার সুযোগের কথা ভাবছেন সংশ্লিষ্টরা। তারা প্রত্যাশা করছেন হয়তো সরকার কর্তৃক ভিজিট ভিসা প্রদানের মাধ্যমে আটকে পড়া শিক্ষকদের কুয়েত প্রবেশে সুযোগ করে দেওয়া হতে পারে।
অন্যদিকে, কুয়েতের শিক্ষা মন্ত্রণালয় আটকে পড়া প্রবাসী শিক্ষকদের একটি তালিকা তৈরিতে কাজ করছে। এ তালিকাটি সম্পন্ন শেষে সেপ্টেম্বরের আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে। যাতে করে একটি উত্তম পন্থার মাধ্যমে প্রবাসী শিক্ষকরা কুয়েত প্রবেশ করতে পারেন।
কারণ তারা চাচ্ছেন ২০২০/২০২১ নতুন শিক্ষাবর্ষে দেশটিতে যেনো অপর্যাপ্ত শিক্ষক না হয়।