আ,হ,জুবেদঃ বাংলাদেশ সহ সারা বিশ্বের ন্যায় কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে পালিত হল মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১শে ফেব্রুয়ারী বুধবার মহান শহীদ ও মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে মাতৃভাষার জন্য আত্মত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের সকাল ৯ ঘটিকায় কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস জাতিয় সংগীত বাজিয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করেন।
পরে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আব্দুল লতিফ খাঁনের সভাপতিত্বে ও কাউন্সিলর (রাজনৈতিক) দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামানের সঞ্চালনায় মূল অনুষ্ঠানে সকাল ৯.১০ মিনিটে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, ৯.১৫ মিনিটে ১মিনিট নীরবতা পালন শেষে ৯.১৬ মিনিটে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন- প্রতিরক্ষা এট্যাসি ব্রিগেডিয়ার জেনারেল শাহ্ ছগিরুল ইসলাম, প্রধানমন্ত্রীর বানী পাঠ করেন- প্রথম সচিব জহিরুল ইসলাম খান, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন- সোনালী ব্যাংক প্রতিনিধি সাফায়েত হোসেন পাটোয়ারী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন- আনোয়ার হুসেন খান।
সকাল ৯.৩০ মিনিটে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করেন, আওয়ামীলীগ নেতা সাদেক হুসেন,আওয়ামীলীগ নেতা রবিউল আলম রবি,আওয়ামীলীগ নেতা আব্দুল আলিম,যুবলীগ নেতা মুরাদুজ্জামান চৌধুরী, যুবলীগ নেতা ইমাম উদ্দিন বাদল, ফ্যামিলি ফোরামের সভাপতি আব্দুল হাঁই ভুঁইয়া, মুক্তিযোদ্ধার সন্তান কুয়েতের সাধারণ সম্পাদক মেহেদি হাসান সহ অনেকে।
এছাড়াও মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা।