কুয়েত সরকার বাংলাদেশ সহ ১৫ দেশের সাথে পিসিআর টেস্ট এর সনদ সম্পর্কিত সংযোগ তৈরি করেছে।
কুয়েতের বিমান পরিবহন অধিদফতর কর্তৃক প্রকাশিত একটি বিজ্ঞপ্তির বরাত দিয়ে স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস জানায়, বাংলাদেশ সহ পনেরো দেশকে মুনা সিস্টেমের সাথে যুক্ত করা হয়েছে।
যার মাধ্যমে কুয়েতের বাইরের পরীক্ষাগার গুলোর সাথে যাচাইকরণে বিশেষত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়াও এর দ্বারা প্রদত্ত পিসিআর সনদ নির্ভরযোগ্যতা নিশ্চিত করার লক্ষ্যে রয়েছে টেম্পারড,যেটি দিয়ে জাল পিসিআর শনাক্তকরণও সম্ভব হবে।
পিসিআর টেস্ট এর সনদ সম্পর্কিত সংযোগ তৈরি দেশ গুলোর তালিকায় রয়েছে, বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, শ্রীলঙ্কা, নেপাল, আমিরাত, তুরস্ক, কাতার, ওমান, সৌদি আরব, মিশর, জর্দান, যুক্তরাজ্য, ফ্রান্স ও আমেরিকা।
উক্ত বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, পিসিআর টেস্ট এর এই ব্যবস্থাটি কুয়েতের বাইরে ওই পনেরো দেশ ছাড়াও অন্যান্য দেশের পরীক্ষাগার গুলোর সাথে পর্যায়ক্রমে পরিকল্পনা অনুযায়ী প্রোগ্রামযুক্ত করা হবে।
?️আ হ জুবেদ