বিশেষ প্রতিনিধি- কুয়েত প্রবাসী বাংলাদেশী কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, সৈয়দ আনোয়ার হোসেন শিপন (৫০)-এর মরদেহ আজ শনিবার (২৯ নভেম্বর) প্রথম জানাযা শেষে দেশের পথে রওনা হচ্ছে। প্রায় তিন যুগ ধরে কুয়েতে কর্মরত এই প্রবাসী গত বুধবার (২৬ নভেম্বর) কুয়েতের ফারওয়ানিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার রায়শ্রী গ্রামের বাসিন্দা শিপন গত কয়েক মাস ধরে নানা রোগে ভুগছিলেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) কুয়েতের হাসাবিয়া এলাকার বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি ঘটে এবং পরদিন সকালে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। তিনি কুয়েতে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন।
আজ স্থানীয় সময় সকাল ১০.৩০ মিনিটে কুয়েতের সুলাইবিয়া খাতের কবরস্থান প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাযার নামাজ সম্পন্ন হয়। এই জানাযায় উপস্থিত ছিলেন কুয়েতে বাংলাদেশি কমিউনিটির নেতা ও সংগঠক আলহাজ্ব শওকত আলী, কমিউনিটি নেতা এবং নিহতের সহপাঠী সাজ্জাদ আহমেদ মাসুম ও সেজু মিয়াসহ কুয়েতে বসবাসরত বিভিন্ন শ্রেণী-পেশার প্রবাসী বাংলাদেশী।
এছাড়াও জানাযার নামাজে উপস্থিত নিহতের ভাই, বন্ধু, সহপাঠী, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা মরহুম শিপনের বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় আইনী প্রক্রিয়া সম্পন্ন করার পর আজ স্থানীয় সময় সন্ধ্যা ৫:৩০ মিনিটে কুয়েত এয়ারওয়েজ-এর একটি ফ্লাইটে সৈয়দ আনোয়ার হোসেন শিপনের মরদেহ বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হবে।











