আমরা জানি জালালাবাদ অ্যাসোসিয়েশন বৃহত্তর সিলেটের একটি সমাজকল্যাণ সংগঠন। এই সংগঠনটি বাংলাদেশে সমাজকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে।
জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের নেতৃবৃন্দরা কুয়েতে নিযুক্ত নতুন রাষ্ট্রদূত এর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রদূত এসব কথা বলেন।
বুধবার (২১ আগস্ট) কুয়েতের মিসিলা এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের নেতৃবৃন্দরা কুয়েতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন ওএসপি, এডব্লিউসি, পিএসসি এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের পক্ষ হতে নেতৃবৃন্দরা কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি আব্দুল হাই মামুন, উপদেষ্টা মোহাম্মদ আকবর হোসেন, আলীম উদ্দিন, মিঠুন সেলিম, সহ-সভাপতি সুরুক মিয়া, ফারুক আহমেদ,লেছু মিয়া, সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আ হ জুবেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ,সহ-সাধারণ সম্পাদক ফয়সল আহমদ, সাংগঠনিক সম্পাদক নোমান আহমদ,সহ-সাংগঠনিক সম্পাদক ছিব্বির আহমদ,আপ্যায়ন সম্পাদক ফারুক আহমদ ও সদস্য সাহান আহমদ।
রাষ্ট্রদূত জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েত নেতৃবৃন্দের কাছে কুয়েত প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জানতে চাইলে সংগঠনটির নেতৃবৃন্দরা এর জবাব দেয়ার পাশাপাশি কুয়েত প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সাধারণ প্রবাসীদের সহায়তা করার স্বার্থে বাংলাদেশ দূতাবাসকে আরও আন্তরিক হওয়া প্রয়োজন বলে মনে করেন তারা।
রাষ্ট্রদূত বলেন, কনস্যুলার সেবা প্রবাসীদের দোরগোড়ায় পৌঁছে দিতে ইতোমধ্যে কুয়েতের দুই প্রান্তে দুটি সেবা কেন্দ্র খোলার পরিকল্পনা রয়েছে, আশাকরি শিগগিরই আব্দালি এলাকায় একটি সেবা কেন্দ্র চালু করা সম্ভব হবে।
এইসব সেবা কেন্দ্র চালু হলে একদিকে প্রবাসীদের বাড়তি টাকা খরচ হবেনা অন্যদিকে সময়ও বাঁচবে।অর্থাৎ বাঁচবে সময় কমবে খরচ।
দূতাবাসে প্রবাসীদের সুবিধার্থে অনেক কাজ শুরু হয়েছে। শিগগিরই প্রবাসীরা এর সুফল পাবেন বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত।