নিজস্ব প্রতিনিধিঃ ২৬শে অক্টোবর শুক্রবার স্থানীয় সময় রাত ১০টায় কুয়েতের ফাহাহিল সিটিতে আল-ডায়না হোটেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্রিকেট ক্লাব,কুয়েত পরিচিতি ও মতবিনিময় সভা করেছে।
আয়োজক এ ক্রীড়া সংগঠনের সভাপতি, ব্যবসায়ী ও সমাজসেবক আমান উল্লাহ্ আমানের সভাপতিত্বে ও বৃহত্তর কুমিল্লা জনকল্যাণ সমিতি,কুয়েত এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্রিকেট ক্লাব,কুয়েতের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্ঠা শামছুল আলম, সঞ্জিত সরকার, এস,এম ফারুক, শামিম আহমেদ সবুজ।
অনুষ্ঠানের শুরুতে বিশেষ অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্রিকেট ক্লাব,কুয়েতের খেলোয়াড়রা।
ক্রীড়া সংগঠনের বর্তমান ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন, অধিনায়ক সাগর হানিফ, আবুল খায়ের, মুজিবুর রহমান,রাজ আহমেদ, শাহাদত হুসেন বিক্রমপুরীসহ অনেকে।
বক্তারা বলেন, খেলাধুলা সুস্থ্য রাখে শরীর ও মন তথা সমাজের নানা অপকর্ম থেকেও প্রবাসীদেরকে দূরে সরিয়ে রাখে, কাজেই প্রবাসে অবসর সময়ে খেলাধুলা আর নানা বিনোদনে কাটে প্রবাসী জীবনের বাকি সময়।
বক্তব্য দিতে গিয়ে প্রতিষ্ঠাতা সভাপতি আমান উল্লাহ্ আমান কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্রিকেট ক্লাব,কুয়েতকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
পাশাপাশি সভাপতি আমান উল্লাহ্ আমান নব গঠিত এ ক্রীড়া সংগঠনকে অনুদান হিসেবে নগদ অর্থ খেলোয়াড়দের হাতে তুলে দেন।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্রিকেট ক্লাব,কুয়েতের খেলোয়াড়দের তালিকা।
১/ সাগর হানিফ (ক্যাপ্টেন)
২/ রাজ আহমেদ (ভাইস ক্যাপ্টেন)
৩/ আলামিন
৪/ পারভেজ
৫/ তাইজুল
৬/ আলমগীর
৭/ মহিন
৮/ সবুজ পাল
৯/ নাজিম
১০/ আকতার
১১/ আতিক
১২/ সোহাগ
১৩/ সুমন
১৪/ শাহাদত
১৫/ ফয়সাল
১৬/ আল-আমিন
১৭/ এমিদাদ হুসেন
১৮/ জুয়েল রানা