জাকির সিকদার: ঢাকা: দেখতে দেখতে বিপিএলের দুটি পর্ব শেষ হয়ে গেল। দুই দিন বিরতি দিয়ে ঢাকায় রবিবার মাঠে তৃতীয় পর্বের খেলায় রংপুর ২য় স্থানে উঠে আসতে পেরে বেশ কিছু হিসাব-নিকাশ প্রায় নিশ্চিত হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স,বরিশালের বুলস এবং রংপুর সেমিফাইনাল প্রায় নিশ্চিত। আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে বাকি দুই দলের জন্য।
অঙ্কের হিসেবে থাকলেও সেমিতে খেলার আশা প্রায় শেষ চিটাগাং ভাইকিংস ও সিলেট সুপার স্টার্সের। চিটাগাং ভাইকিংস ও সিলেট সুপার স্টার্সের লড়াইটা হবে মূলত তাদের সঙ্গে।
কেমন হল ব্যক্তিগত লড়াই?
এবারের আসরে সেভাবে নজর কাড়তে পারেননি কোন দেশিয় তরুণ। আধিপত্যটা পুরনোদেরই। দল পিছিয়ে পড়লেও সর্বোচ্চ রানের জায়গাটা ধরে রেখেছেন তামিম ইকবাল। সুপার স্টার্স অধিনায়ক মুশফিকুর রহিম আছেন পাঁচ নম্বরে। এরপর মাহমুদুল্লাহ ও ইমরুল কায়েস। হতাশ করেছেন সৌম্য সরকার। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের মধ্যে কিছুটা বলার মতো অবস্থান তৈরি করেছেন মোহাম্মদ মিঠুন।
টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের খেলা হলেও ব্যাটের ঝড় দেখা যায়নি সেভাবে। এখন পর্যন্ত ২০টি হাফসেঞ্চুরির বিপরীতে একটি মাত্র সেঞ্চুরির দেখা পেয়েছে বিপিএল।
তবে বোলিংয়ের উত্তাপটা ঠিকই এসেছে দেশিদের হাত থেকে। এখন পর্যন্ত ১৩ উইকেট নিয়ে শীর্ষে সাকিব আল হাসান। সমান উইকেট নিয়ে যথেষ্ট নজর কেড়েছেন আবু হায়দার রনি। পাঁচ ও ছয় নম্বরে আছেন আল আমিন হোসেন ও শফিউল ইসলাম। এবছর সাড়া ফেলা মুস্তাফিজুর রহমান অবশ্য কিছুটা ম্লান। আবু হায়দার রনি তার পেস বৈচিত্র্য দিয়ে অনেকের নজর কেড়েছেন।