সংক্রামক ব্যাধি করোনাভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে এরই মধ্যে কুয়েত সরকার অনেক গুলো দেশের সাথে সাত দিনের জন্য বিমান চলাচল বন্ধ করে দিয়েছে।
ফলে ওইসব দেশের নাগরিক, কুয়েত প্রবাসী কর্মী যারা নিজ দেশে ছুটিতে গিয়েছিলেন, তারা রেসিডেন্স (আকামা) মেয়াদ শেষ হওয়ার কারণে কুয়েতে প্রবেশ করতে পারবেন কি-না এনিয়ে চরম চিন্তাগ্রস্ত ছিলেন।
তবে এবার কুয়েত সরকার প্রবাসীদের সেই চিন্তার অবসান ঘটিয়েছে।
কুয়েতের স্থানীয় দৈনিক আরব টাইমস্ এর প্রকাশিত খবরে জানা গেছে, কুয়েতে কর্মস্থল,তবে বর্তমানে এদেশটির বাইরে যারা অবস্থান করছেন; এমন ১৬টি দেশের প্রবাসী কর্মীর ভিসা ও ভ্রমণ ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী উপদেষ্টা মেজর জেনারেল তালাল মারাফি জানান, স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সিভিল ইনফরমেশন এর সমন্বয়ে এ সিদ্ধান্তটি নেয়া হয়েছে।
তিনি জানান, ছুটিতে কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ক্ষেত্রে, যেসব প্রবাসী প্রাইভেট সেক্টরের রেসিডেন্স আর্টিকেল (১৮) তাদের কোম্পানির প্রতিনিধি ও যেসব প্রবাসী কর্মী রেসিডেন্স আর্টিকেল (২০) তাদের স্পন্সরকে বৈধ পাসপোর্ট কপি নিয়ে কুয়েতের জনশক্তি ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করতে পারেন।
এই বিধি নিম্নে উল্লেখিত দেশগুলির জন্য যথাক্রমে, বাংলাদেশ, ভারত, লেবানন, শ্রীলঙ্কা,ফিলিপাইন, চীন, হংকং, ইরান, সিরিয়া, মিশর, ইরাক, থাইল্যান্ড, ইতালি, দক্ষিণ কোরিয়া, জাপান ও সিঙ্গাপুর।