করোনায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য পুনর্বাসন ঋণ দেয়ার পরিকল্পনা করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
জানা যায়, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে পাওয়া ২০০ কোটি টাকা থেকে অল্প সুদে ক্ষতিগ্রস্ত প্রবাসীদেরকে ঋণ দেয়ার লক্ষ্যে মন্ত্রণালয় এ পরিকল্পনা হাতে নিয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, যেসব প্রবাসী করোনার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে দেশে ফিরে এসেছেন তারা এবং যেসব প্রবাসী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের পরিবারের প্রাপ্তবয়স্ক ১জন সদস্যকে পুণর্বাসনের লক্ষ্যে সহজ শর্তে এ ঋণ দেয়া হবে।
আবেদনকারীকে অবশ্যই প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক হতে হবে, এবং ব্যাংকের যে শাখা থেকে ঋণ দেয়া হবে সেই শাখার আওতাধীন এলাকার বাসিন্দা হতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে পাসপোর্ট এবং প্রবাসে কাজ করার প্রমানাদি দেখাতে হবে।
সূত্র, বাংলাটিভি