কুয়েত সরকারের এক পরিসংখ্যান অনুযায়ী, মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে মহামারীর প্রাদুর্ভাবের ফলে ২০২০ সালে এক লক্ষ চল্লিশ হাজার প্রবাসী কর্মীরা কুয়েত ছেড়েছেন।
যার ফলশ্রুতিতে উপসাগরীয় এদেশটিতে বিদেশী শ্রমিকের সংখ্যা ক্রমাগত হ্রাস পাচ্ছে।
স্থানীয় দৈনিক আরব টাইমস তাদের অনলাইন সংস্করণে এ খবরটি প্রকাশ করেছে।
ওই রিপোর্টে আরো উল্লেখ করা হয়, ২০২০ সালে গৃহকর্মী ভিসার উনচল্লিশ শতাংশ প্রবাসীরা কুয়েত ছেড়েছেন।
অন্যদিকে, এগারো হাজার স্থানীয় নাগরিকের কর্মসংস্থান হয়েছে এ সময়টিতে।
কুয়েতে ২০২০ সালের আদমশুমারি অনুযায়ী স্থানীয় নাগরিক ও বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রবাসী সংখ্যা ৪,৬৭০,০০০ (ছেচল্লিশ লক্ষ সত্তর হাজার) এক পরিসংখ্যানে দেখা যায় যে, স্থানীয় নাগরিকদের সংখ্যা চৌদ্দ লক্ষ উনষাট হাজার এবং মোট প্রবাসীদের সংখ্যা বত্রিশ লক্ষ দশ হাজার,অর্থাৎ দেশটির মোট জনসংখ্যার ঊনসত্তর শতাংশ’ই প্রবাসীরা।
?️আ হ জুবেদ