অগ্রদৃষ্টি ডেস্কঃ রাজধানীর কূটনৈতিক এলাকা গুলশানের রেস্টুরেন্টে হামলার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে অস্ত্রধারীদের গুলি-বোমায় বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দীন নিহতের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় শোক জানিয়ে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘ওসি সালাহ উদ্দীন, তোমার আত্মদান বৃথা যাবে না’।
শুধু তিনিই নন, শোক জানিয়ে লিখেছেন বিভিন্ন-শ্রেণি পেশার মানুষ।
লোকমান হোসেন নামে একজন তার ফেসবুকে লিখেছেন, আজকে (শুক্রবার) গুলশানের ঘটনায় যারা হতাহত, তারা আমাদের বীর। তারা মৃত্যুকে মেনে নিয়েও দায়িত্বে অবিচল ছিলেন এবং মা-মাতৃভূমিকে শকুনের আক্রমণ থেকে মুক্ত করতে পিছ পা হননি।
জাকিয়া শিশির নামে একজন লেখেন, ওসি সালাহ উদ্দীন ও ডিবির কর্মকর্তা রবিউলের আত্মত্যাগ যেন বৃথা না যায়।
রাকিবুল বাসার রাকিব লিখেছেন, ওসি সালাহ উদ্দীন আমার কাছে রক্তের ভাইয়ের চেয়ে কম কিছু নয়। কি লিখবো বুঝতে পারছি না। ভাইয়ের রক্তের বদলা চাই।
এস এম রাশেদ বলেছেন, দেশের জন্য আজ শাহাদাতবরণ করলেন বনানী থানার ওসি সালাহ উদ্দীন। পবিত্র রমজানে দেশের তরে উনার এই বলিদান আল্লাহ কবুল করুক। আল্লাহ উনাকে বেহেস্ত নসিব করুক।
শুক্রবার (০১ জুলাই) রাতে রাজধানীর গুলশান ৭৯ নম্বর রোডে ‘হলি আর্টিসান বেকারি’ নামের রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় ডিবি পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম মারা গেছেন। একই ঘটনায় এর আগে মৃত্যু হয় বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দীনের। এছাড়া আহত হয়েছে বেশ কয়েকজন পুলিশ সদস্য।