বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা ইলিয়াস হোসাইন বিন হেলালী দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মুজাহিদ (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুর ২টার দিকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জুমার নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওলামা লীগের সেক্রেটারি দেলোয়ার হোসাইন জানান, নামাজ শেষে উনার আওয়ামী লীগের কার্যালয়ে যাওয়ার কথা ছিল। সেখানে ২১ আগস্ট গ্রেনেড হামলায় হতাহতদের স্মরণে দোয়া মাহফিলে তার মোনাজাত পরিচালনা করার কথা ছিল।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম খান বলেন, মাওলানা ইলিয়াস হোসাইন বিন হেলালীর গলায় ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। ইতোমধ্যে মসজিদ গেট এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যরা একজনকে আটক করেছে।
এদিকে আটক মুজাহিদ আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে জানিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।