জগলুল হুদা বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের যুবলীগ সভাপতি রাশেদুল
আলম তালুকদারকে (২৮) মধ্যপ্রাচ্যের ওমানে গলা কেটে
হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার ওমানের স্থানীয় সময় দুপুর ১২টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পাওনা টাকা আদায় করতে গিয়ে
যুবলীগ নেতা রাশেদ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। রাশেদের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের মিনাগাজীর টিলা এলাকায়। রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য
মোহাম্মদ ইউনুছ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আগামীকাল রাশেদের ওমান থেকে দেশে ফিরে আসার কথা ছিল। দেশে আসার আগে সরওয়ার নামের এক ব্যক্তির কাছে পাওনা বিপুল অংকের টাকা চাইতে গেলে তার সঙ্গে তর্কবিতর্কের ঘটনা ঘটে। একপর্যায়ে দুর্বৃত্তরা রাশেদকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।