ডেস্ক নিউজ : নিজের রক্তমাখা শরীর নিয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে জোর গলায় বললেন, ‘ওকে তোমরা মেরো না, ওকে তোমরা মেরো না’। নিজের ঘাতককে বাঁচাতেই এমনই আকুতি জানিয়েছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।
ড. জাফর ইকবালের ওপর হামলাকারীকে যখন জনতা ধরে গণধোলাই করছিলেন, তখন নিজের জীবনের কথা চিন্তা না করে বরং হামলাকারীর জীবন বাঁচানোর জন্য বারবার আকুতি জানিয়েছেন। বলেছেন, ‘ওকে তোমরা মেরো না, ওকে তোমরা মেরো না’।
শনিবার বিকাল ৫ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ছুরিকাঘাতে আহত হন।
ঘটনার প্রত্যক্ষদর্শী কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থী রায় বলেন, ঘটনার সময় আমরা স্যারকে ধরতে গেলে স্যার বলেন- আমার কিছু হয়নি। পরে হামলাকারীকে গণধোলাইয়ের খবর শুনে স্যার বলেন- না না, ওই ছেলেকে তোমরা মেরো না। উল্লেখ্য, হামলার পরপরই হামলাকারী যুবককে আটক করে গণপিটুনি দেয় শিক্ষার্থীরা। গণপিটুনিতে গুরুতর আহত হয় ওই হামলাকারী।