চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ):: ছাতকের নোয়ারাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা আফজাল আবেদীন আবুলের মাতা মোছা. রেনু বেগম (৬০) এর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ছনখাইড় জামে মসজিদে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমা রেনু বেগম নোয়ারাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জুবেদ আলীও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জোয়াদ আলীর বোন। এদিকে রেনু বেগমের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, দোয়ারাবাজার উপজেলা আ’লীগের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত মো. লাহিন, ছাতক উপজেলা আ’লীগের আহ্বায়ক ছানাউর রহমান তালুকদার ছানা, যুগ্ন আহ্বায়ক সৈয়দ আহমদ, এমপি মানিকের ব্যক্তিগত সহকারী মোশাহিদ আলী, চেয়ারম্যান গয়াছ আহমদ, শায়েস্তা মিয়া, মাস্টার আওলাদ হোসেন, মুরাদ হোসেন, আব্দুল হেকিম, আব্দুল মছব্বির, কালারুকা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা আবু জাহিদ আব্দুল গফফার, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন, ছাত্রলীগ নেতা মাহবুব আলম প্রমূখ। নেতৃবৃন্দ যুক্ত বিবৃতিতে মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন।