সম্পাদকীয়ঃ কিছু অর্জন বাংলাদেশকে গৌরবান্বিত করে, কিছু অর্জন বাংলাদেশের প্রত্যাশা পূরণ করে, কিছু অর্জন আগামীর প্রজন্মের ভবিষ্যৎ চলার পথ সহজতর করে, কিছু অর্জন বাংলাদেশকে স্বাধীনতার সু’ফল ভোগ করতে সক্ষম করে তথা কিছু অর্জন বহির্বিশ্বে থাকা প্রায় এক কোটি বাংলাদেশী অভিবাসীকে অসীম সাহসী ও মাথা উঁচু করে দাঁড়াতে সহায়ক ভূমিকা পালন করে।
ঠিক তেমনই একটি দুর্লভ অর্জন চরম দুঃসময়ে ১৬কোটি বঙ্গ সন্তানের ঘরে মহা আনন্দ নিয়ে হাজির।
দেশের প্রথম শিরোপা মেয়েদের হাত ধরেই, অর্থাৎ ছেলেদের অতৃপ্তি ঘোচালেন মেয়েরা।
মহিলাদের এশিয়া কাপে নতুন চ্যাম্পিয়ন বাংলাদেশ।
এই গৌরবটাই বা কম কীসে!