রাঙ্গুনিয়ার গুরুত্বপূর্ন বানিজ্যিক কেন্দ্র মরিয়ম নগর চৌমুহনী ব্যবসায়ী কল্যান সমিতির নির্বাচন আগামী ১০ মার্চ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে এলাকার ব্যবসায়ীদের মাঝে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। দিনে রাতে চলছে প্রার্থীদের জমজমাট প্রচার প্রচারণা। পোষ্টার ব্যানারে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। ১১ পদের মধ্যে সাংগঠনিক সম্পাদক ,কোষাধ্যক্ষ, দপ্তর ও ৩ সদস্য পদসহ ৬ পদে বিনা প্রতিদ্বন্ধিতায় ব্যবসায়ী প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। ৫টি পদের মধ্যে সভাপতি পদে প্রার্থী হয়েছেন মো. নাজিম উদ্দিন(দোয়াত কলম), জরিফ আলী(ছাতা), ইলিয়াছ রহমান(চেয়ার),মো. ইসমাইল খোকন(হারিকেন) সহসভাপতি পদে বিজয় কুমার সেন(সাইকেল), মো. ইদ্রিছ(প্রজাপতি),মো. বিপ্লব উদ্দিন(মোরগ),সাধারণ সম্পাদক পদে মো. নিজাম উদ্দিন(আনারস),মো. আকবর হোসেন(মাছ), ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান(দেওয়াল ঘড়ি),সহসাধারণ সম্পাদক মো. নাছের উদ্দিন(আম), গিয়াস উদ্দিন(উড়োজাহাজ), ধর্ম ও সাং®কৃতিক সম্পাদক পদে মো. লিয়াকত আলী (গোলাফ ফুল), ইমাম উদ্দিন(হাঁস), মো. সাদেকুন নুর(বই)।
নির্বাচন কমিশনার করিম উদ্দিন হাছান আশরাফী জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার লক্ষে সকল পদক্ষেপ গ্রহন করা হয়েছে। আশা করি শান্তিপূর্ন নির্বাচনে ১০ মার্চ ২৫৮ জন ভোটার তাদের পছন্দনীয় প্রার্থীকে নির্বাচিত করবেন। ইতিমধ্যে শান্তিপূর্ন পরিবেশে নির্বাচন করার জন্য উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।