ইরানের রাজধানী তেহরানে পার্লামেন্টের ভিতরে বন্দুকধারীর গুলিতে এখন পর্যন্ত একজন আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। ইরানের গণমাধ্যম বলছে একই সাথে আয়াতুল্লাহ খোমেনির সমাধি স্থলে গুলির ঘটনা ঘটেছে।
অন্তত একজন বন্দুকধারী পার্লামেন্টের মধ্যে ঢুকে গুলি ছুড়েছে এতে একজন প্রহরী আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
তবে কতজন আহত হয়েছে সে বিষয়ে ভিন্ন ভিন্ন খবর রয়েছে।
একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে পার্লামেন্টের ঘটনার ‘সমাপ্তি’ হয়েছে।
ঐ ব্যক্তি আরো বলেছেন নিরাপত্তা বাহিনী পার্লামেন্টের ভিতরে এবং বাইরে একত্রিত হয়েছে।
ইরানের আইআরআইবি নিউজ এজেন্সি একজন সংসদ সদস্যের বরাত দিয়ে বলছে হামলা কারী বেশ কয়েকজন ছিলো এবং তাদের হাতে একে-৪৭ রাইফেল ছিলো।
নিউজ এজেন্সিটি বলছে আহতের সংখ্যা দুইজন।
এদিকে একই সময়ে রাজধানী থেকে কয়েক কিলোমিটার দক্ষিণে আয়াতুল্লাহ খোমেনির সমাধি স্থলে গুলি করা হয়েছে।
ফার্স নিউজ এজেন্সি বলছে সমাধিস্থলে তিনজন হামলা করে। দুইজন আক্রমণকারী দর্শনার্থীদের ওপর এবং তৃতীয় জন “বিস্ফারণে নিজেকে উড়িয়ে দিয়েছে” বলছে সেমি অফিসিয়াল এই নিউজ এজেন্সি।
খবরে বলা হচ্ছে যেহেতু হামলা দুটি একই সময়ে হয়েছে তাই ধারণা করা হচ্ছে সমন্বয় করে করা হয়েছে।
বিস্তারিত আসছে…