আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন ইরানের শীর্ষ পর্যায়ের সুন্নি আলেম মৌলভী আবদুল হামিদ। তিনি ইরাকের কুর্দিস্তানকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের বিরুদ্ধে কুর্দি জনগণকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন।
তিনি বলেন, “ভৌগোলিক অখণ্ডতা এবং মুসিলম দেশগুলোর স্বাধীনতা মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়।” ইরানের দক্ষিণাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশে শুক্রবার জুমা নামাজের খোতবায় মৌলভী আবদুল হামিদ এসব কথা বলেছেন। তিনি বলেন, যেকোনো দেশে বসবাসরত বিভিন্ন সম্প্রদায় ও নৃগোষ্ঠীর মানুষের অধিকার সংরক্ষণ করতে হবে। তবে তাদের মাতৃভূমির অখণ্ডতা ও স্বাধীনতা অবশ্যই ক্ষতিগ্রস্ত করা যাবে না; ভৌগোলিক মানচিত্রে পরিবর্তন আনা যাবে না।
জুমা নামাযের খোতবায় মৌলভী আবদুল হামিদ ইরাক, সিরিয়া ও ইয়েমেনসহ মুসলিম দেশগুলোকে টুকরো টুকরো করার ষড়যন্ত্র সম্পর্কে হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, শত্রুরা ইরান ও বহু দেশকে ভেঙে ছোট রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে।
গত সোমবার ইরাকের কুর্দিস্তানকে বিচ্ছিন্ন করার জন্য ওই অঞ্চলের আধা স্বায়ত্ত্বশাসিত সরকার গণভোটের আয়োজন করে। একমাত্র ইহুদিবাদী ইসরাইল ছাড়া এ গণভোটকে কেউ স্বীকৃতি দেয় নি।
সূত্র: পার্সটুডে