তুহিন মাহামুদ, বিশেষ প্রতিনিধি (ইউরোপ) ইতালির মিলান লোম্বারদিয়া আওয়ামী সেচ্ছা সেবকলীগের আয়োজনে এবং আওয়ামী সহযোগী সংগঠনের সহযোগীতায় পালিত হলো প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৬৯তম জন্ম বার্ষিকী এবং জাতি সংঘের সর্বোচ্চ পরিবেশ পদক “চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ “অর্জন করায় অনুষ্টিত হয় এক আনন্দসভা। বিস্তারিত থাকছে আমাদের ইতালি প্রতিনিধির রিপোর্টে । ইতালির মিলান লোম্বারদিয়া আওয়ামী সেচ্ছা সেবকলীগের আয়োজনে এবং আওয়ামী যুবলীগ,পেশাজীবী লীগ,জাতীয় শ্রমিক লীগ,বঙ্গবন্ধু পরিষদের সার্বিক সহযোগীতায় পালিত হলো প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৬৯তম জন্ম বার্ষিকী এবং জাতিসংঘের সর্বোচ্চ পরিবেশ পদক “চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ “অর্জন করায় অনুষ্টিত হয় এক আনন্দসভা।সেচ্ছাসেবক লীগ সভাপতি তোফায়েল আহমেদ খান তপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম কাওছারের পরিচালনায় শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন পেশাজীবী লীগ সভাপতি তুহিন মাহমুদ। এরপর জাতিয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা । প্রধান মন্ত্রীর জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন পেশাজীবী লীগ সিনিয়র সহ সভাপতি আলমগীর হাওলাদার,সাধারণ সম্পাদক জাকির হোসেন মামুন,শ্রমিক লীগ সভাপতি মুনসুর খালাসী,যুবলীগ সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন,সেচ্ছাসেবক লীগ উপদেষ্টা সাইদুর রহমাণ,সাংগঠনিক সম্পাদক জালাল হাওলাদার,কে আর সবুজ,রাকিবুল হাসান,প্রিন্স, হাসানপ্রমূখ । বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা ১৯৪৭ সনের এইদিনে গোপাল গঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম গ্রহণ করে ছিলেন,উপস্থিত সবাই জননেত্রীর দীর্ঘায়ু কামনা করেন। শেষে নেত্রীবৃন্দ একত্রে কেক কাটার মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান। ভারেজ,গালারাতে,মোনছা,লেক্কো সহ বিভিন্ন প্রভিন্স থেকে নেতা কর্মী ও প্রবাসীরা অংশনেয় এতে।