তুহিন মাহ্মুদ (বিশেষ প্রতিনিধি) ইতালির বুলগারোগ্রাসো তে এশিয়ান কালচারাল সোসাইটির আয়োজনে শারদীয়ো দূর্গোৎসব পালিত
আমাদের মিলান ইতালি প্রতিনিধি জানান।
ইতালির বুলগারোগ্রাসো তে এশিয়ান কালচারাল সোসাইটির আয়োজনে পালিত হলো শারদীয়ো দূর্গোৎসব। বুলগারোগ্রাসো শহরের একটি হলে মহা ষষ্ঠী পূঁজার মধ্যদিয়ে শুরু হয়ে মহা সপ্তমী পূঁজা,মহা অষ্টমী পূঁজা,এবং একি দিনে আনন্দ উদ্দিপনার সাথে পালিত হলো মহা নবমী পূঁজা ও মহা বিজয়া দশমী পূঁজা । শেষে দেবী দূর্গা মাকে বিসর্জনের মাধ্যমে শেষ হয় স্বনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারোদীয় দূর্গা পূঁজা। জাগযমক পূর্ণ পূঁজা মন্ডপ পরিদর্শন করেন স্থানীয় বাংলাদেশী কমিউনিটি নেত্রীবৃন্দ ছাড়াও ইতালিয়ো নাগরিকরা। । ৪দিন ব্যাপী পূঁজামন্ডব পরিচালনা ও সবাই কে শুভেচ্ছা জানান পুরোহিত শিবু ভট্রাচার্য্য। যজ্ঞের মাধ্যমে দেবীকে আরতিদেন পুজারীবৃন্দ । মায়ের চড়ণে সিঁদুর অর্পনের মাধ্যমে সকলে মেতে উঠে সিঁদুর খেলায় । সমাপনী দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কন্ঠ শিল্পী রবিন হোসেন,সুচিত্রা রোজারিয়ো,উৎপলা মন্ডল এবং সোহাগ,এছাড়া ইন্ডিয়ার শান্তি নিকেতনের প্রাক্তন ছাত্রী নিহারীকা ভৌমিকের নৃত্য পরিবেশন ছিলো দর্শকের মনমাতানো। ইতালির কোমো,মিলানো,ভারেজে সহ বিভিন্ন শহর থেকে শত শত হিন্দু প্রবাসীরা পূঁজার আরতি ও প্রসাদে অংশনেয় । পঞ্জিকা মতে এবারে দূর্গা দেবীর আগমন মর্তে ঘটকে এবং প্রতাবর্তন দোলায় চড়ে। দূর্গা মা সকল পাপ মোচন করে সুখ,সমৃদ্ধি ও শর্ষে ভরে দিবে ধরণী এবং ছড়িয়ে দিবে শান্তির বার্তা এমনটি প্রত্যাশা পূজারীবৃন্দের ।