গাজীপুর থেকেঃ দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে ইজতেমামুখী হাজারো মুসল্লির ঢল নেমেছে। মানুষের ভিড়ে রেডিসন, কুড়িল ফ্লাইওভার, খিলক্ষেত, উত্তরা, জসিমউদ্দীন, আবদুল্লাহপুর, চৌরাস্তা, আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় যান চলাচলে শিথিলতা দেখা যাচ্ছে।
রোববার (১৭ জানুয়ারি) সকাল থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে ছুটতে থাকেন। এতে পায়ে হাঁটা মানুষের তীব্র ভিড়ের কারণে রাজধানীর সড়কগুলোতে যান চলাচল কম দেখা যাচ্ছে।
এদিকে, কুড়িল ফ্লাইওভারে ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে মোটরসাইকেল ও প্রাইভেটকার চলতে দেখা যাচ্ছে।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক অগ্রদৃষ্টিকে জানান, মুসল্লিরা যাতে নিরাপদে ইজতেমায় অংশ নিতে পারেন, সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।