মুহাম্মদ রফিক উল্লাহ আরব আমিরাতঃঃ “বাবু ও চট্টগ্রামের আওয়ামী রাজনীতি” শীর্ষক আলোচনা সভা করেছেন আরব আমিরাত কেন্দ্রীয় বঙ্গমাতা পরিষদ। গতকাল স্থানীয় গ্রীণদরবার হোটেলের হলরুমে সৈয়দ মোহাম্মদ মঞ্জুর সভাপতিত্বে আনিছুর রহমান মঞ্জুর পরিচালনায় টেলিকনফারেন্সে বক্তব্য করেন পরিষদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সালেহ।
আলোচনা সভায় বক্তরা বলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা আক্তারুজ্জমান চৌধুরী বাবু ছিলেন একদিকে চট্টগ্রামের আওয়ামী রাজনীতির কর্ণদ্বার অন্য দিকে সর্বজন নিবেদিত প্রাণ। তার অবদানের কথা আওয়ামী লীগ যেমন ভুলতে পারেনা তেমনি চট্টগ্রামের গরিব দুখী মানুষ আজীবন মনে রাখবেন। দেশের রাজনীতির ক্লান্তি লগ্নে বাবু চিন্তা চেতনায় দলকে অনেকদূর এগিয়ে নিয়ে গেছেন, আমৃত্যু তিনি মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার অবদানের কথা স্মরণ করে তার ৩ মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা অন্যানের মাঝে বক্তব্য করেন মইন উদ্দিন স্বন্দীপি, জসিম উদ্দিন, ওসমান গনী বাবুল, আজিজ চৌধুরী, সাইফ খোকন সহ আরো অনেকে।
পরে দেশের সুখ-শান্তি ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।