স্টাফ রিপোর্টঃ আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশন গাউছিয়া রহমানিয়া দায়রা শরীফ কুয়েত শাখার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল কুয়েতের বাংলাদেশী অধ্যুষিত হাসাবিয়া এলাকায় আয়োজক সংগঠনের নিজ কার্যালয়ে আবুল কাশেম মাইজভাণ্ডারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন মাইজভাণ্ডারী ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুঁইয়ার যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, গোলাম মঈন উদ্দিন টিপু, সহ-সভাপতি এজ্হার মিয়া, নাজিমুল হক, আব্দুস ছাত্তার, এস এম কামাল।
উক্ত মাহফিলে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিটি কুয়েতের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক ধর্মপ্রাণ প্রবাসী বাংলাদেশীরা।
ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, মঞ্জুরুল আলম মিন্টু, রফিক, নজরুল, কিস্মত খাঁন, ফানুয়া কামাল, বাবুল,আমান,আরমান, লালন, আবুল কালামসহ অনেকে।
বক্তারা বলেন, রবিউল আউয়াল মুমিন-মুসলমানদের জন্য ঈদের মাস। কুল জাহানের রহমত নবী মুহাম্মদ (সাঃ) এর শুভাগমনের বরকতে এই মাস সর্বাপেক্ষা বেশী তাৎপর্যপূর্ণ হওয়ার মূল কারণ।
পরে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।