এম আবদুল মন্নান, আমিরাত প্রতিনিধিঃ সংযুক্ত আরব আমিরাতের আল-আইন প্রবাসী ব্যবসায়ী আলমগীর হোসেনের গ্রামের বাড়ি ময়মনসিংহ, কোতোয়ালী থানার অষ্টদ্বার বাজারে পরিবার-পরিজনের উপর গত ১ জুন থেকে দফায় দফায় সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গত শনিবার(৩ জুন) আল আইনে এক সংবাদ সম্মেলন করেছেন তিনি। সন্ত্রাসীরা তার পরিবারকে প্রাণ নাশের হুমকি দিয়ে ছেলে মেয়েদের স্কুল মাদ্রাসায় যেতে দিচ্ছেন না বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন তিনি। তিনি সংবাদ সম্মেলনে দাবী করেন, সন্ত্রাসীরা তার বাড়িঘর ভেঙ্গে দিয়ে গাছপালা কেটে নিয়ে গেছে। পরিবারের সদস্যরা বাহিরে চলাফেরা করতেও পাচ্ছে না বলে তিনি সংবাদ সম্মেলনে দাবী করেন। বুলবুল নামের একজন স্থানীয় সন্ত্রাসী তার সাঙ্গপাঙ্গ নিয়ে প্রতিনিয়ততার ও তার ভাইয়ের পরিবারের সদস্যদেরকে নানা হুমকীসহ নানা অত্যাচার করছে বলে জানান। তিনি আমিরাত হতে বাংলাদেশের প্রবাস বান্ধব সরকার ও প্রশাসনের কাছে তার পরিবার পরিজনের নিরাপত্তার দাবী জানিয়েছেন। সংবাদ সম্মেলনে প্রবাসী কমিনিউটি নেতা আবদুল হান্নান বলেন, প্রবাসীদের প্রেরিত রেমিটেন্সে দেশের উন্নয়ন হচ্ছে। তিনি তাদের পরিবার পরিজনের নিরাপত্তা না দিয়ে স্থানীয় প্রশাসন টাকার কাছে নতি স্বীকার করে সন্ত্রাসী ও তাদের গড ফাদারের মদদ করছেন বলে অভিযোগ করেন। এ সংবাদ সম্মেলনের খবর ফেইসবুকসহ বিভিন্ন মিড়িয়াতে প্রচারিত হলে সন্ত্রাসী বুলবুল প্রবাসী অালমগীরের ছোট ভাই প্রবাসী মোহাম্মদ লিংকন(যিনি সদ্য আমিরাত থেকে দেশে গেছেন) ও অালমগীরের পরিবারের সদস্যদের উপর আবার আক্রমন করে। মোহাম্মদ লিংকন ঢাকা এয়ারপোর্ট থেকে আলমগীরের পরিবারের সদস্যদের নিয়ে ময়মনসিংহ গেলে রবিবার ( ৪ জুন) সকাল বেলা পূনরায় সন্ত্রাসীরা দলবদ্ধ ভাবে হামলা করে।
সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের অাঘাতে মারাত্বক ভাবে অাহত হন অালমগীরের বড় ছেলে রবিউল হোসেন রানা,ছোট ছেলে ইসমাইল হোসেন, মেয়ে স্মৃতি অাকতার ও অালমগীরের স্ত্রী সাহিদা বেগম। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় থানায় মামলা হলেও অপরাধীদের গ্রেফতারে থানা পুলিশ ৫০ হাজার টাকা দাবী করছে বলে অালমগীর জানান। এদিকে ঘটনার পর প্রবাসী অালমগীর তার পরিবারের উপর হামলাকারী সন্ত্রাসীদের ব্যাপারে যথাযথ ব্যবস্হা নিতে এবং তার পরিবারকে রক্ষা করতে প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ কামনা করেন। পাশাপাশি তিনি স্বরাষ্ট্র মন্ত্রী ও প্রবাসী কল্যান মন্ত্রীর দৃষ্টি অার্কষন করে বলেন, হয়ত আমরা প্রবাসী পরিবারের নিরাপত্তা দিন, নয়ত আমাদের পরিবারের সদস্যদের প্রানে মেরে শান্তি দিন।