আন্তর্জাতিক ডেস্ক: আর্মেনিয়ায় শুরু হয়েছে সরকার বিরোধী বিক্ষোভ। আর তাতে যোগ দিয়েছে দেশটির সেনাবাহিনীর সদস্যারা। সোমবার হাজারো লোক দেশটির রাজধানী ইয়েরেভানের রাজপথে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করতে নেমে আসে।
সূত্রমতে, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী দেশটিতে কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছেন। তিনি দুর্নীতিতে নিমজ্জিত। এ কারণে গত ১১ দিন ধরে প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়ে সরকার বিরোধী বিক্ষোভ হচ্ছে আর্মেনিয়ায়। এদিকে সরকার বিরোধী বিক্ষোভে যোগ দেয় দেশটির সেনা সদস্যরা। আর এতে ক্ষুব্ধ হয় আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক ঘোষণায় তারা বলেন, সেনাবাহিনীর কেউ বিক্ষোভে অংশ নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এদিকে বিক্ষোভের মুখে সরকার বিরোধী দলের দুই রাজনীতিবিদ আটক হয়েছে। তাদের বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। সোমবার সরকার আটকদের গ্রেফতার পক্ষে সংবাদ সম্মেলন করে সাফাই দেয়। সূত্র : আল-জাজিরা