স্টাফ রিপোর্টারঃ কুয়েতের শেখ জাবের আন্তর্জাতিক স্টেডিয়ামে ২৩তম আরব গাল্ফ কাপ ফুটবল টুর্নামেট এর ফাইনাল খেলায় আরব আমিরাতকে হারিয়ে শিরোপা অর্জন করেছে ওমান।
গতকাল ৫ই জানুয়ারি স্থানীয় সময় বিকাল ৫:৩০ মিনিটে কুয়েতে শেখ জাবের আন্তর্জাতিক স্টেডিয়ামে ২৩তম আরব গাল্ফ কাপ ফুটবল টুর্নামেট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
সংযুক্ত আরব আমিরাত ও ওমান এর মধ্যকার ফাইনাল এ খেলায় প্রথম ৯০ মিনিটে হাড্ডাহাড্ডি লড়াই হলেও কোন দলই গোল করতে সক্ষম হয়নি।
ফলে নির্ধারিত ৯০ মিনিট শূন্য গোলে অতিক্রম করে দু’দলই, শেষে অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দলই গোলের দেখা পায়নি।
নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট গোলশুন্য থাকার পর ম্যাচটি ট্রাইবেকারে গড়ালে ৫-৪ গোলে ওমান জয়ী হয়।
উল্লেখ্য, ফাইনাল এ খেলা উপভোগ করার জন্য আমিরাত সরকার সংযুক্ত আরব আমিরাতের নাগরিক ফুটবল ভক্তদের জন্য ছয়টি উড়োজাহাজের ব্যবস্থা করেছিল।
কুয়েতের আল জাবের আল আহমদ আন্তর্জাতিক স্টেডিয়ামে ৬ হাজার গাড়ির পার্কিং এর ব্যবস্থা সহ ৬৫ হাজার দর্শক এক সাথে বসে খেলা উপভোগ করার সুযোগ রয়েছে।
এদিকে উক্ত স্টেডিয়ামটি বাংলাদেশী অধ্যুষিত হাসাবিয়া এলাকার নিকটবর্তী থাকায় প্রচুর সংখ্যক বাংলাদেশী দর্শক গ্যালারীতে দেখা যায়।