আন্তর্জাতিক ডেস্ক: চীনা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত করারোপের প্রতিক্রিয়ায় মার্কিনিদের আরও ১২৮টি পণ্যের পণ্যের উপর শুল্কারোপ করেছে চীন। নতুন এ নিষেধাজ্ঞার আওতায়, ১৫ থেকে ২৫ শতাংশ হারে শুল্ক আরোপ করেছে দেশটি।
গত মাসের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমদানিকৃত স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক আরোপের পর চীন এ ধরনের পদক্ষেপ নিলো।
বেইজিং বলছে, ‘চীনের স্বার্থ ও ভারসাম্য রক্ষায়’ এ পদক্ষেপ নেয়া হয়েছে।
আমেরিকার কোন কোন পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ করা হয়েছে রবিবার (০১ এপ্রিল) তার একটি তালিকা প্রকাশ করেছে চীনা বাণিজ্য মন্ত্রণালয়।
এসব পণ্যের মধ্যে রয়েছে মদ, ফ্রোজেন পর্ক এবং নানা রকমের ফলসহ অন্যান্য পণ্য। সোমবার (০২ এপ্রিল) থেকে এ ব্যবস্থা কার্যকর হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়টি।