আমি
মোবাশ্বীর হোসাইন
আমি নেতা আমি নীতি আমি দানব দৈত্য,
আমি ডাক্তার আমি রুগী আমি ঔষধ পথ্য।।
আমি রাজা আমি রানী আমি এই রাজ্য,
আমি খাই আমি গাই আমি করি ত্যাজ্য।।
আমি সুখ আমি দুখ আমি আধার রাত্রি,
আমি নৌকা আমি মাঝি আমি নায়ের যাত্রি।।
আমি গান আমি সুর আমি মৃদু ছন্দ,
আমি একা আমি ছেঁকা আমি চির মন্দ।।
আমি জুই আমি জবা আমি নিশি গন্ধা,
আমি হেনা আমি বেলী আমি মধু মন্ধা।।
আমি সাদা আমি কালো আমি লাল রক্ত,
আমি নরম আমি গরম আমি কারো ভক্ত।।
আমি গাজী আমি কাজী আমি হাইকোর্টও,
আমি সাগর আমি জাহাজ আমি বিশাল পোর্টও।।
আমি খাঁটি আমি ত্রুটি আমি ভেজাল পূর্ণ,
আমি বোমা আমি গ্রেনেড আমি করি চুর্ণ।।