এম. আবদুল মন্নান, আমিরাত প্রতিনিধি:
প্রজন্ম বঙ্গবন্ধু সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রংপুর মহানগরীর ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ তিবরণ করা হয়েছে। গত শুক্রবার বিকেলে (১৫ সেপ্টেম্বর) রংপুর কৃষি উপ-পরিচালক এর মাঠে শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষা উপকরণ বিতরনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা উপকরণ বিতরণ করেন রংপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। এতে প্রজন্ম বঙ্গবন্ধু আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহসান শামীম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আবু কালাম ফরিদুল ইসলাম, প্রক্টর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর, রংপুর মহানগর
আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট দিলশাদ ইসলাম মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আ স ম রওশানুল কাওসার সগ্রাম, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ মামুন, এতে সংযুক্ত আরব আমিরাত হতে টেলিফোন কনফারেন্সে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রজন্ম বঙ্গবন্ধু কেন্দ্রীয় কমিটির সভাপতি এস. এম. রফিকুল ইসলাম। পুরো অনুষ্ঠানটি সঞ্চালন করেন ২৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও অনুষ্ঠান সমন্বয়কারী আব্দুল গনি দুলাল।
শিক্ষা উপকরণ বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে তুষার কান্তি মন্ডল বলেন, বঙ্গবন্ধু শিক্ষাকে গুরুত্বপূর্ণ মনে করে যুদ্ধ বিধ্বস্ত দেশের হাল ধরে সেই সময় হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান সরকারী করণ করেছিলেন। সেই আদর্শ ধারণ করে বঙ্গবন্ধু কন্যা সময়ে সময়ে হাজার হাজার শিক্ষককে জাতীয় করণ করেছিলেন। তিনি শিক্ষার উন্নয়নে প্রাথমিক শিক্ষা যেমন অবৈতনিক করেছিলেন তেমনি প্রাথমিক শিক্ষাকে একেবারে বিনামূল্যে শিক্ষা দানের সুযোগ করে দিয়েছিলেন। তুষার কান্তি মন্ডল আরও বলেন, রংপুর সিটি কর্পোরেশনের ও আলোকিত শিক্ষা নগরীর ও পরিকল্পিত নগরী গঠন করতে নৌকার বিকল্প নাই। এ জন্য তিনি উপস্থিত সকলের কাছে আগামী নির্বাচনে নৌকা মার্কার ভোট দিয়ে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করতে আহবান জানান।