জগলুল হুদা : আমিরাতে বাংলাদেশী প্রবাসীদের বৈধ সংগঠন বাংলাদেশ সমিতির ৪২
বছর পুর্তি উপলক্ষ্যে গতকাল রাঝধানী আবুধাবী বাংলদেশ ইসলামীয়া স্কুল এন্ড
কলেজ মিলানতয়নে এক মনোজ্ঞ সাংস্কৃতি ও সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বিকাল ৫ টা থেকে মধ্য রাত পর্যন্ত একের পর এক মঞ্চায়িত হয় দেশীয় গানের
সাথে সাথে নৃত্য, কবিতা ও কালজয়ী গান। প্রবাসী শিল্পীর সাথে দেশ ও কলকাতা
থেকে আসা শিল্পীরা প্রবাসের মনে আনন্দের সঞ্চার করে।
এই সময় সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সাধারণ
সম্পাদক আব্দুল সালাম তালুকদা’র পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তরা
বলেন, সমিতির কর্যক্রমকে আরো বেগমান করতে এই আয়োজন। সকলের সহযোগীতা কামনা
করে আরো বলেন, সমিতির সেবা প্রতিটি প্রবাসীদের দার গোড়ায় পৌছে দেয়ার জন্য
স্ব স্ব স্থান থেকে কাজ করার অনুরুধ করে সমিতির সদস্য ফরম পুরণ করে সদস্য
পদ গ্রহনের জন্য সকলের প্রতি আহবান জানানো হয় মঞ্চ থেকে। অনুষ্ঠানে
আমিরাতে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত মোহাম্মদ এমরান, কমিনিউটি নেতা
ইফতেখার হোসেন বাবুল, প্রফেসর হাবিব উল্লাহ খোন্দকার, বাংলাদেশ ইসলামীয়া
স্কুলের অধ্যক্ষ মীর আনিসুল হাসান, আশিষ বড়ুয়া, জাকের হোসেন খতিব, আব্দুল
কুদ্দুস খালেদ, ফজলুল করীম, দিদারুল আলমসহ আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে
বিপুল পরিমাণ প্রবাসীরা উপস্থিত ছিলেন।