জগলুল হুদা : বিগত কয়েক মাস ধরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশী মালিকাধীন কার্গো সার্ভিস সেবায় দেশে নানা জটিলতার ফলে দেশটিতে বাংলাদেশীদের ইমেজ ধস নেমেছে। মালামাল প্রেরণে ব্যাগেজ রুলের আওতায় না থাকার অযুহাতে এই সব জটিলতা সৃষ্টি হচ্ছে বলে দাবী তাদের। হারানো ইমেজ ফিরে পাওয়ার জন্য প্রবাসী ও দূতাবাসের সহযোগিতা কামনা করেছেন। চট্টগ্রাম বিমান ও নৌ বন্দর সহ সকল বন্দরে মালামাল দ্রুত খালাসের দাবী করেন তারা। “কার্গো ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ” নেতাদের পক্ষ থেকে এই সার্ভিসকে আরো ঠেলে সাজিয়ে প্রবাসীদের সেবা করার সুযোগ সৃষ্টি ও নতুন নীতিমালা প্রনয়নের দাবী করা হয় প্রবাস বান্ধব এই সরকারের কাছে।বিকালে রাজধানী আবুধাবীর শিল্প নগর মোসাফফায় ডায়মন্ড সিটি রেষ্টুরেন্ডের হল রুমে কার্গো ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ উদ্যোগে এক আলোচনা সভায় বক্তরা এসব কথা বলেন। বিমানে মালামাল নেয়ার ধারণ ক্ষমতা থাকা সত্বেও পর্যাপ্ত লোডিং ইনষ্ট্রুম্যন্ট না থাকায় কার্গোর মাল পরিবহণ করতে অপরাগতা প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ। তাতে করে একদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে অন্যদিকে প্রবাসী কার্গো সার্ভিস হুল্ডারেরা তাদের মাল প্রেরণ থেকে বি ত হচ্ছে বলে তারা মনে করেন।
কার্গো ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ আবুধাবী শাখার সভাপতি মোহাম্মদ আলম তৌহিদের সভাপতিত্বে সাধারণ নুরুল আবছারে পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য করেন আবুধাবী কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল। এ সময়ে বাংলাদেশ বিমানের রিজুয়ানাল ম্যানাজার ইকবাল আহমদ চৌধুরী, আমিরাত বাংলাদেশ সমিতির সহ সভাপতি দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক নাছির তালুকদার ও এসোসিয়েশনের আমিরাতের বিভিন্ন প্রাদেশিক কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরে দেশ ও জাতির সুখ শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
https://www.youtube.com/watch?v=v5kcs1t3UK4&feature=youtu.be