নাশকতার ৯ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
মঙ্গলবার (২২ সেপ্টম্বর) আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি মোহাম্মদ ইমান আলীর আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
সম্প্রতি বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ থেকে মোহাম্মদপুর, পল্টন ও মতিঝিল থানায় পুলিশের দায়ের করা ৯ মামলায় জামিন পান আমান।
গাড়ি পোড়ানো ও নাশকতার অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে পুলিশ মামলাগুলো দায়ের করে।
আমানের পক্ষে আইনজীবী থাকবেন সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন।