জগলুল হুদা, বিশেষ প্রতিনিধিঃ গতকাল আমিরাতের রাজধানী আবুধাবী প্রবাসী সন্দ্বীপ
এসোসিয়েশনের উদ্যোগে নতুন কমিটির অভিষেক উপলক্ষ্যে আলোচনা সভা স্থানীয়
সেন্ড মেরিন হোটেলের হল রুমে অনুষ্ঠিত হয়। মাষ্টার আবুল বশরের সভাপতিত্বে
সাধারণ সম্পাদক মহি উদ্দিন মিন্টুর পরিচালনায় সভায় আবুধাবীর প্রত্যন্ত
অঞ্চল থেকে প্রবাসীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তরা বলেন, অবহেলিত আসহায়
সন্দ্বীপ বাসীর শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানসহ মৌলিক চাহিদা পুরণ করার
লক্ষ্যে এই এসোসিয়েশন কাজ করে যাবে। ভাঙ্গন কবলিত মানুষের পুনঃবাসনে
সাহায্য সহযোগিতা করার জন্য সম্মিলিত প্রচেষ্টার অংশ এসোসিয়েশনের লক্ষ্য
বলে জানান আয়োজকেরা।
পরে মাষ্টার আবুল বশর সভাপতি, মহি উদ্দিন মিন্টু সাধারণ সম্পাদক ও মাঈন
উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে আগামী ২ বছরের জন্য ২৬ সদস্য বিশিষ্ট
কমিটির নাম ঘোষোণা করা হয়।