বঙ্গবন্ধুর হাত ধরে বাংলাদেশেরস্বাধীনতা রচিত হয়েছে। তার মেয়েরহাত ধরে বাংলাদেশ এখন উন্নয়নেরমহা সড়কে পদার্পন করেছে।স্বাধীনতার পরবর্তি প্রজন্মের কাছেদেশের ইতিহাস বিকৃত হয়েছে বলেতারা সঠিক ইতিহাস থেকে বঞ্চিতহয়েছে। তাই বর্তমান প্রজন্মেরশিশুদের মাঝে দেশের সঠিকইতিহাস ও সংস্কৃতি তুলে দেয়ারআহবান জানিয়েছেন আরবআমিরাত মোসাফফাহ আওয়ামীযুবলীগের নেতারা। গতকাল শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধুর৯৮তম জন্মদিন ও জাতীয় শিশুদিবসের আলোচনা সভা ও দোয়ামাহফিলে আমিরাত যুবলীগেরসাধারণ সম্পাদক এস এম নিজামপ্রধান অতিথির বক্তব্যে এসব কথাবলেন। মোসাফফার একটি হোটেলের হলরুমে কমিটির আহবায়ক হাজীআব্দুল হান্নানের সভাপতিত্বে যুগ্মআহবায়ক মাহবুবুর রহমানেরপরিচালনায় অন্যানের মাঝে বক্তব্যকরেন ইসমাঈল শেখ, মোহাম্মদআলী, প্রকৌশলী শেখ আব্দুলকাউম, হোসেন মানু, সৈয়দ আবুরাশেল, মাইন উদ্দিন পারভেজ,ওমর ফারুক কফিল সহ আরোঅনেকে। বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কেটেউৎসব পালন করেন প্রবাসীরা। পরে তার আত্মার মাগফিরাত কামনাকরে মোনাজাত করা হয়।