এম আবদুল মন্নান, আমিরাত প্রতিনিধি : গাউছিয়া কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীর বৃহত্তর বানিয়াছ শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা শুক্রবার (২ জুন) বানিযাছস্থ সংগঠনের অস্হায়ী কার্যালয়ে অনুষ্টিত হয়েছে।
বাদ আছর হতে আয়োজিত খতমে গাউছিয়া, খতমে আলিয়া শরীফ ও মিলাদ মাহফিল শেষে আলোচনা সভা অনুস্টিত হয়। সংগঠনের সভাপতি বিশিষ্ঠ ব্যবসায়ী নাজিম সিকদারের সভাপতিত্বে অনুষ্টান পরিচালনা করেন বিশিষ্ট লেখক মাওলানা নুরুল আবছার তৈয়বী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত শাখার সাধারন সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ জানে আলম।
বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক এম এ মন্নান, সংহঠনের উপদেস্টা মাওলানা সুলতান আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজাদ, মাওলানা মোহাম্মদ রুবেল প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্হিত ছিলেন, সাহাব উদ্দিন, মোহাম্মদ জামাল, মোহাম্মদ ছোটন, জাহাংগীর আলম, সেলিম চৌধুরী, মোহাম্মদ জিয়া, মোহাম্মদ বাদশা, মোহাম্মদ ইদ্রিস প্রমুখ।
বক্তারা বলেন, রোজা রাখা যেমন ফরজ তেমনি যাদের সামর্থ্য আছে তাদের যাকাত আদায় করাও ফরজ। যাকাতে ধন সম্পদ কমে না বরং বৃদ্ধি পায়। যাকাত গরীব, মিসকীন আর নিঃস্ব এতিমদের হক। বক্তারা গাউছিয়া কমিটির সকল সদস্যদের প্রতি তাদের নিজেদের যাকাত হতে কিছু অংশ আনজুমান পরিচালিত মাদ্রাসায় দিতে এবং অন্যান্যদের কাছ থেকেও যাকাত ও ফিতরা মাদ্রাসার সংগ্রহ করার আহবান জানান।
পরিশেষে দেশ, জাতি ও প্রবাসীদের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল আবছার তৈয়বী।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই