অগ্রদৃষ্টি ডেস্কঃ অভিবাসনের আবেদন প্রত্যাখ্যাত হয়েছে, এমন ১২৫জন আফগান শরণার্থীকে কাবুলে ফেরত পাঠিয়েছে জার্মানি।
আশ্রয়প্রার্থীদের সংখ্যা কমাতে জার্মান সরকার যে শক্ত হতে শুরু করেছে, তারই নমুনা হিসাবে দেখা হচ্ছে এই ঘটনা।
জার্মানি এমন সময় শরণার্থীদের ফেরত পাঠাতে শুরু করলো যখন, ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্রমন্ত্রীরা অভিবাসী সংকট নিয়ে ব্রাসেলসে আলোচনা শুরু করেছেন। কারণ একটি যৌথ উদ্যোগের অভাবে গ্রীস এবং পূর্ব ইউরোপের অনেক দেশ অভিবাসীদের নিয়ে সংকটে পড়েছে।
জার্মানিতে আশ্রয়প্রার্থীদের মধ্যে সিরিয়ানদের পরেই রয়েছে আফগানরা। শুধুমাত্র ২০১৫ সালে দেড় লাখের বেশি আফগান জার্মানিতে এসেছে।
জার্মানির কর্মকর্তারা বলছেন, একটি বিশেষ ফ্লাইটে করে যারা জার্মানি থেকে কাবুলে ফেরত গেছেন, তারা সবাই স্বেচ্ছায় গিয়েছেন।
এর মাধ্যমে তারা তাদের দেশ পুনর্গঠনে ভূমিকা রাখবেন, বলছেন জার্মান কর্মকর্তারা।
আফগানদের জন্য ইউরোপে প্রবেশ ক্রমেই কঠোর হয়ে উঠছে।
মেসিডোনিয়াও তাদের সীমান্ত দিয়ে আফগানদের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে। শুধুমাত্র সিরিয়ান আর ইরাকিদের তারা প্রবেশ করতে দিচ্ছে।