আ.হ.জুবেদঃ কিছু অর্জন বাংলাদেশকে গৌরবান্বিত করে, কিছু অর্জন বাংলাদেশের প্রত্যাশা পূরণ করে, কিছু অর্জন আগামীর প্রজন্মের ভবিষ্যৎ চলার পথ সহজতর করে, কিছু অর্জন বাংলাদেশকে স্বাধীনতার সু’ফল ভোগ করতে সক্ষম করে তথা কিছু অর্জন বহির্বিশ্বে থাকা প্রায় এক কোটি বাংলাদেশী অভিবাসীকে অসীম সাহসী হতে শেখায় ও মাথা উঁচু করে দাঁড়াতে সহায়ক ভূমিকা পালন করে।
ঠিক তেমনই একটি অর্জন বাংলাদেশী বংশোদ্ভূত ডলির হাত ধরে এসেছে।
পৃথিবীর শীতলতম দ্বিতীয় বৃহত্তম-ধনী দেশ তথা আটলান্টিক উপকূলের দেশ কানাডা।
আর এই কানাডা থেকেই এসেছে ডলির অর্জন বাংলাদেশের গর্ব।
কানাডায় প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) এর মনোনয়নে এমপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত ডলি।
এই মুহূর্তে বিশ্বের সকল বাংলা ভাষাভাষী মানুষের মুখে একটিই আওয়াজ, আটলান্টিক উপকূলের দেশ থেকে ডলির অর্জন, গর্বিত বাংলাদেশ।
সিলেট, মৌলভীবাজার সদর উপজেলার ২নং মনুমুখ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সুজন মিয়ার নাতনী বাংলাদেশী বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক ডলি।