বরিশালের আগৈলঝাড়ায় হরিভক্ত ঠান্ডারাম বৈরাগীর লীলাভুমি আস্কর গ্রামে বার্ষিক শুভ মাঘী পূর্ণিমা ও শ্রীশ্রী হরিমন্দির পূন:নির্মাণ উপলক্ষে শুক্রবার রাতে এক ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়। বাশাইল শহীদ সুকান্ত বাবু কলেজের অধ্যক্ষ রনজিত বাড়ৈর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতুয়াচার্য্য শ্রী পদ্মনাভ ঠাকুর, মঙ্গল প্রদীপ প্রজ্জ্ব্লন করেন মতুয়া মাতা শ্রীমতি সুবর্ণা ঠাকুর। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ রনজিত কুমার সমদ্দার, মতুয়া মিশনের সহ-সম্পাদক দেবাশীষ বিশ্বাস, ঢাকা জেলা মতুয়া মিশনের নির্বাহী সভাপতি পরিমল চন্দ্র অধিকারী, কেন্দ্রীয় মতুয়া মিশনের সহ-সভাপতি নিত্যানন্দ মজুমদার, গৌরনদী মতুয়া মিশনের সম্পাদক ডা. মনীষ চন্দ্র বিশ্বাস। বক্তব্য রাখেন দীনেশ চন্দ্র হালদার, সজীব অধিকারী, প্রেমচাঁদ অধিকারী, বিশ্বনাথ বিশ্বাস, ডা. কেশব চন্দ্র হালদার, নীলকান্ত অধিকারী, কুমুদ রঞ্জন রায়, কমল হালদার, নিখিল হালদার প্রমুখ। অনুষ্ঠান শেষে হরিনাম কীর্তন ও ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এছাড়া মাঘী পূর্ণিমা উপলক্ষে বাকাল ইউনিয়নের জোবারপাড় গ্রামে শ্রীশ্রী মোনাই পাগলের আশ্রমে ২ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান ও মেলা অনুষ্ঠিত হয়েছে।