বিসমিল্লাহির রাহমানির রাহিম
আস-সালামু আলাইকুম,
কুয়েতে অবস্থানরত ছাব-ক্বিবলাহ্ ফুলতলী (রাহঃআলাঃ)’র ভক্ত মুরিদীন,মুহিব্বীন ও আশেক্বে রাসুল(সাঃআঃ) দের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আঞ্জুমানে আল-ইসলাহ কুয়েত শাখা কর্তৃক বিগত তিন বৎসর যাবত সফলতার সাথে দায়িত্ব আঞ্জামান্তে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আগামী ১০ই নভেম্বর ২০১৬ইং রোজ বৃহস্পতিবার রাত নয় ঘটিকার সময় কুয়েত ফরওয়ানিয়াস্থ জনাব ক্বারী ছালেহ আহমদ সাহেবের বাসায় নতুন কমিটি গঠন কল্পে এক সভা আহবান করা হয়েছে । সুন্নিওতের ঝান্ডা বুলন্দ করার স্বার্থে এবং ছাব-ক্বিবলাহ ফুলতলী (রাহঃআলাঃ)’র রুহানী ফয়েজ লাভের উদ্দেশ্যে যাঁ’রা আমাদের সাথে খেদমতে শরীক হওয়ার নেক বাসনা লালন করেন, আপনাদেরকে নিম্নোলিখিত ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে ।
(১)জনাব এম,এ,মালিক
মোবাইল নং 69083977 / 50106755
(২) জনাব মাওঃ কাওছার আহমদ সেলিম
মোবাইল নং 55766750
ধন্যবাদান্তে
আব্দুল মুহিত নজমুল, কাওছার আহমদ
সভাপতিঃ ভারপ্রাপ্ত সাঃসম্পাদক
আঞ্জুমানে আল-ইসলাহ,কুয়েত