২০১১ সালের বাংলাদেশ সফরে বকেয়া দুটি টেস্ট খেলতে আগামী অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। এই সফরে টেস্টের পাশাপাশি ওয়ানডে খেলার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়াকে প্রস্তাব দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাহমুল হাসান পাপন। তিনি বলেন, ‘‘এখানে বসে এসব বললে হবে না। দুবাইয়ে যে আইসিসি মিটিং আছে, ওখানে দ্বিপাক্ষিক সিরিজের ব্যাপারে আলাপ হবে। যেহেতু দুটি টেস্ট আছে, ওয়ানডে খেলানোর জন্য রাজি করানো খুব কঠিন হবে না। যদি ওদের উইন্ডো ওপেন থাকে। আমরা চাইলাম, কিন্তু ওদের খেলার মতো ফ্রি সময় থাকলো না, তা তো হবে না। অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। আশা করি আমাদের প্রস্তাবে রাজি হবে।’
নাজমুল আরো বলেন, ‘অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত যারা ক্রিকেটে এগিয়ে আছে, এই তিনটা বোর্ড সব সময় বাংলাদেশ ক্রিকেটের পাশে ছিল। এখনও আছে। আগে ওদের কাছে গেলে মনে হতো আমাদের ফেভার করছে। কিন্তু এখন এরকম পারফরমেন্সের পর ওদের সামনে বুক ফুলিয়ে দাঁড়াতে পারবো।’