স্টাফ রিপোর্টার- সুন্দর সুশীল সমাজ গঠনের লক্ষ্যে আসুন মানবতার সেবায় হাতে হাত মিলিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াই,এই স্লোগানকে মূল প্রতিপাদ্য করে ”অসহায় মানুষের পাশে কুয়েত প্রবাসী” নামের একটি সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী গত শুক্রবার কুয়েতের বাংলাদেশী অধ্যুষিত হাসাবিয়া এলাকায় পালিত হয়েছে।
সংগঠনের কর্মী জুয়েল রানার সঞ্চালনায় ও দুলাল আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল বারেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর হুসেন, খোরশেদ আলম, তাজুল ইসলাম, সাংবাদিক আ,হ,জুবেদ।
পবিত্র কোরান থেকে তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুরু হয়, পরে অনুষ্ঠানে আগত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
প্রবাসীরা তাদের ঘাম ঝরানো উপার্জিত অর্থ দিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে শক্তিশালী ভূমিকা রাখার পাশাপাশি দেশও এলাকার অসহায় মানুষের সাহায্যে অবদান রাখছেন।সহায়তা করছেন সমাজের দরিদ্র মানুষদের। তাদের এই মহতী উদ্যোগ অনুস্মরণীয়। সমাজের স্বচ্ছল ব্যক্তিরা হতদরিদ্র মানুষের সাহায্যে এগিয়ে আসা উচিত। প্রধান অতিথি আলহাজ্ব আব্দুল বারেক বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।
সংগঠনের কর্মী যথাক্রমে, নিজামুল হক নয়ন, মীর হুসেন, ইবরাহিম, নোমান আহমেদ, আব্দুল কদ্দুসসহ অনেকের যৌথ প্রচেষ্ঠায় সমাজ কল্যাণমুখী কুয়েতের এই সামাজিক সংগঠনটি তাঁদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে গতবছরে আর্থ মানবতার সেবায় বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করেন এবং আগামী বছর সংগঠনের পক্ষ থেকে নানা সমাজকল্যাণ কাজের বিষয়ে সবাইকে অবগত করা হয়।