বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলা, বড়লেখা উপজেলা, তালিমপুর ইউনিয়নের গগড়া গ্রামের বাসিন্দা ”জাপানী বাড়ি” এর প্রবীণ মুরব্বী হাজ্বি মাওলানা আব্দুর রহমান চৌধুরী হৃদরোগসহ নানা রোগে আক্রান্ত হয়ে সিলেটের উইমেনস হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্থানীয় জামেয়া ইসলামিয়া হিফজুল কোরআন মাদ্রাসার উপদেষ্টা, হাকালুকি কওমি ওলামা পরিষদের সিনিয়র উপদেষ্টা, হাকালুকি বাজার এলাকার অত্যন্ত পরিচিত মুখ ও সর্বজন শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ মুরব্বি হাজ্বি মাওলানা আব্দুর রহমান চৌধুরীর দ্রুত সুস্থতার জন্য দেশ-বিদেশের সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন অসুস্থ ব্যক্তির পত্নীর ভ্রাতা কুয়েত প্রবাসী সোশ্যাল এক্টিভিস্ট ফয়জুল হক কুটি।