[ঢাকা, জানুয়ারী ১০, ২০১৬]: বিশ্বের শীর্ষস্থানীয় কনজ্যুমার ইলেকট্রনিক্স স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ সম্প্রতি তাদের অনুমোদিত ডিস্ট্রিবিউটর ট্রান্সকম ইলেকট্রনিক্স এর সঙ্গে যৌথভাবে তাদের প্রথম হোম অ্যাপ্লায়েন্স সার্ভিস জোনের উদ্ভোধন করেছে। স্যামসাংয়ের হেড অব কাস্টমার সার্ভিস তানভীর শাহেদ, হেড অব সিই বিজনেস ফিরোজ মোহাম্মদ এবং ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডের চীফ অপারেটিং অফিসার আরশাদ হক ও হেড অব বিজনেস ইয়ামিন শরীফ চৌধুরী ফিতা কেটে সার্ভিস জোনটির উদ্ভোধন করেন।
নতুন এই হোম অ্যাপ্লায়েন্স সার্ভিস জোনটি ঢাকায় মহাখালীর সদর রোডে অবস্থিত ট্রান্সকম ডিজিটালের শো রুমের পাশে স্থাপন করা হয়েছে। সার্ভিস জোনটিকে স্যামসাংয়ের আন্তর্জাতিক মানসম্পন্ন ডিজাইনের পাশাপাশি অত্যাধুনিক সব মেরামত যন্ত্রপাতি ও প্রযুক্তি দিয়ে সাজানো হয়েছে। স্যামসাংয়ের গ্রাহকরা এই নতুন সেন্টার থেকে সুপ্রশিক্ষিত এবং বিশেষজ্ঞ প্রকৌশলীদের মাধ্যমে বিক্রয় পরবর্তী সেরা সেবা পাবেন। হোম অ্যাপ্লায়েন্স সেবার পাশাপাশি এই সেন্টারে অবস্থিত এভি সার্ভিস জোন থেকে গ্রাহকরা তাদের টিভিও মেরামত করতে পারবেন।
স্যামসাংয়ের হোম অ্যাপ্লায়েন্স সামগ্রী গুলো হচ্ছে এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ ওভেন এবং ওয়াশিং মেশিন।
আগ্রহী ক্রেতাগণ বিস্তারিত জানার জন্য ০৯৬১২-৩০০-৩০০, ০৮০০০-৩০০-৩০০ নাম্বারে (টোল ফ্রি) ফোন করতে পারবেন। স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিক্স এর অনুমোদিত ড্রিস্টিবিউটর হচ্ছে ট্রান্সকম ডিজিটাল, ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল, সিঙ্গার ও র্যাংগস। গ্রাহকদেরকে এসব অনুমোদিত ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে অরিজিনাল স্যামসাং পণ্য দেখে ক্রয় করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।
ফটো ক্যাপশন:
স্যামসাংয়ের হেড অব কাস্টমার সার্ভিস তানভীর শাহেদ, হেড অব সিই বিজনেস ফিরোজ মোহাম্মদ এবং ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড এর চীফ অপারেটিং অফিসার আরশাদ হক ও হেড অব বিজনেস ইয়ামিন শরীফ চৌধুরী ঢাকায় মহাখালীর সদর রোডে অবস্থিত ট্রান্সকম ডিজিটালের শো রুমের পাশে স্থাপিত স্যামসাং হোম অ্যাপ্লায়েন্স সার্ভিস জোনটির উদ্ভোধন করেন।
স্যামসাং ইলেকট্রনিক্স কোম্পানী লিমিটেড সম্পর্কে:
অভিনব এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও প্রযুক্তির মাধ্যমে স্যামসাং ইলেকট্রনিক্স কোঃ লিঃ বিশ্ব পরিবর্তনের অঙ্গীকার নিয়ে টিভি, স্মার্টফোন, পরিধানযোগ্য ডিভাইস, ট্যাবলেট, ক্যামেরা, ডিজিটাল অ্যাপ্লায়েন্স, প্রিন্টার, মেডিকেল সরঞ্জাম, নেটওয়ার্ক সিস্টেম, সেমিকন্ডাকটর এবং এলইডি সলিউশনে যুগান্তকারী সমাধান প্রদান করছে। স্মার্ট হোম এবং ডিজিটাল হেলথ ইনিশিয়েটিভ এর মাধ্যমে প্রতিষ্ঠানটি “ইন্টারনেট অফ থিংস” এ অগ্রণী ভূমিকা পালন করছে।