জাকির সিকদার,সাভার :১১-১১-১৫ ইং, সাভার থানা যুবলীগের উদ্যোগে বুধবার দুপুরে সাভারের স্থানীয় সংসদ সদস্য র বাসভবনে আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে পালিত হলো বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠা বাষির্কী. অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভারের স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান ও বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার উপজেলা যুবলীগের সভাপতি সেলিম মন্ডল ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাভার থানা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহাম্মেদ। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি তালবাগ থেকে শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে থানা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।