জাকির সিকদার : সাভারে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার পৌর এলাকার দক্ষিণ রাজাশনের কাইজারটেক মহল্লা থেকে লাশটি উদ্ধার করা হয়। অজ্ঞাত মহিলার বয়স আনুমানিক ৪০-৪৫ হবে বলে জানায় পুলিশ। পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দুপুর ১২টারদিকে দক্ষিণ রাজাশনের কাইজারটেক এলাকায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তার লাশটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যায়। মহিলাটির পরনে বোরকা ও প্রিন্টের শাড়ী ছিল। তার সাথে ব্যবহৃত একটি ভ্যানিটি ব্যাগও পাওয়া গিয়েছে। সাভার মডেল থানার (এসআই) ফজলু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে ময়না
তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় সাভার থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
অপরদিকে
সাভারের হেমায়াতপুরে বৃষ্টি আক্তার (২০) নামে এক তরুণীকে অপহরণের পর গণধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মো. সাইদুর (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। হেমায়াতপুর বাসস্ট্যান্ড থেকে গত বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে বৃষ্টিকে অপহরণ করা হয়। সাতদিন পর পৌর এলাকার মজিদপুর মহল্লার একটি বাড়ি থেকে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) গভীর রাতে আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হেমায়াতপুর এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন বৃষ্টি আক্তার। ৭দিন আগে তিনি কর্মস্থল থেকে ফিরছিলেন। এ সময় হেমায়াতপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে সাইদুর তাকে কৌশলে পৌর এলাকার মজিদপুর
মহল্লার একটি বাড়িতে আটকে রেখে বন্ধুদের নিয়ে ওই তরুণীকে জোর পূর্বক ধর্ষণ করে। পরে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে বৃষ্টি আক্তারকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় সাইদুরকে আটক করা হয়। তিনি জানান, ওই তরুণীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।