খেলাধুলা ডেস্ক : আবাহনী ক্লাবের লোগো লাগিয়ে ক্রমেই বিসিবিতে আধিপত্য বিস্তার করছেন তিনি। বোর্ড চেয়ারম্যান নাজমুল হাসান পাপনের ব্যক্তিগত সচিব থেকে এখন তিনি বিসিবির ডিরেক্টর পদে রয়েছেন। বলছি বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিকের কথা।
তিনি সাংবাদিককে ‘পাগল’ বলছেন। মিরপুরের শের-এ-বাংলা স্টেডিয়ামের উইকেটে রান খরার বিষয়টা জানতে চাইলে সাংবাদিককে পাগল বলেন হায়দার মল্লিক। এসময় সাংবাদিককে তিনি বলেন, ‘আপনি যদি বুঝতে না চান তাহলে পাগলকে তো আমি বুঝাতে পারবো না।’
অবশ্য এমন বক্তব্যের পরে তিনি তার বক্তব্য প্রকাশ না করার কথাও বলেন সাংবাদিককে।
এবারই যে প্রথম তা নয়। এর আগে বিপিএলের চতুর্থ আসরেও তিনি সমালোচিত হয়েছিলেন পুলিশকে লাঞ্ছিত করে। স্টেডিয়ামে কর্তব্যরত পুলিশের এক এসআইকে লাঞ্ছিত করেন তিনি। তবে পেশাগত প্রভাবের কারণে বারবারই পার পেয়ে যান মল্লিক। সময়নিউজ.টিভি