
বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম এবং একাত্তর টিভির সাংবাদিক গোলাম রব্বানী নাদিম কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে কুয়েতে বাংলাদেশ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
শনিবার (১৭ জুন) বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের আব্বাসিয়াস্থ অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সাদেক রিপনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আ হ জুবেদ, সহ-সভাপতি জালাল উদ্দন,ডিবিসি নিউজ প্রতিনিধি মহসিন পারভেজ,এসএ টিভি প্রতিনিধি

সেলিম হাওলাদার,সাংবাদিক মহিউদ্দিন আহমেদ,জাগো নিউজ২৪ প্রতিনিধি জিসান মাহমুদ,যায়যায়দিন প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক পাবেল, আরটিএম সম্পাদক আবুল কাশেম,বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েত’র সভাপতি জাহাঙ্গীর খান পলাশ, ক্রীড়া সংগঠক তারমিম আলম সহ অনেকে।
সংবাদ প্রকাশের জেরে জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার তীব্র প্রতিবাদ করে বক্তারা বলেন, নাদিম হত্যাসহ সারা দেশে সাংবাদিক নির্যাতন এবং হত্যার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে।
সাংবাদিকদের জীবন মান রক্ষায় আইন প্রণয়নের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন প্রবাসী সাংবাদিক নেতারা।









